তোমাকে ছোঁয়ার সকল পথ
রুদ্ধ করে দিয়ে
আমাকে ডাক
শীতের রাতে ঘন কুয়াশায়
জ্যোৎস্না যেমন পােত
মায়াবী জাল
দীঘল চুলের ফাঁদ তেমনি
পাত তুমি
তারপর কেটে যায় কুয়াশার
ঘোর
শূন্যতায় হাতরে মরি আমি
জ্যোৎস্না জোনাকি নয়
বুঝেও বুঝিনা
বুঝিনা কুহকিনী কেন ডাক