বোবা স্তন্যপায়ীর মতো দাঁড়িয়ে মেয়েটি;
চোখ যেন সুরমা নদীর বাঁধভাঙ্গা ঢেউ।
আট নাম্বার গেঁটে; অশ্রুসিক্ত হয়ে-
বিভীষিকাময় বাস্তবতার সামনে।
মুখোমুখি...
নিস্তব্ধ এক ভয়াবহ দৃশ্যের।
ছেলে হারা এক বৃদ্ধ বাবার।
সদ্য বিধবা হওয়া;অশ্রুসিক্ত এক নারীর।
বাবা হারা অবুঝ মেয়ের; ক্লান্ত চোখের।
রক্তিম চোখ- ছুটোছুটি করা এক ভাইয়ের।
মুখোমুখি...
মানুষহীন একটি পাসপোর্টের।
একটি বিদেশী আইডি কার্ডের।
আরবি ভাষায় লেখা; ডেথ সার্টিফিকেটের।
মরদেহ বাহী একটি ঠাণ্ডা কফিনের।
পয়ত্রিশ হাজার টাকা; একটি চেক এর।
অপেক্ষাকৃত একটি লাশ বাহী গাড়ির।
মেয়েটির প্রহর গুলো আজ-
বেদনার স্রোতে ভাসতে ভাসতে বড্ড ক্লান্ত।
আর্তনাদের ছায়াছন্নতায়; দুটি চোখ।
প্রতিদিনের মতো আজও শোকগ্রস্ত
সেই ৮নং গেইট...!