এই বকুল,
আমার কাছে আয়, কাঁধে মাথা রাখ-
তোর গন্ধ পাচ্ছি না।
আমার যে একলা লাগে!
আজ কেমন অন্ধকার সইছে না;
    ভয় হচ্ছে
-তুই নেই,কোথাও নেই।
আমার বিষণ্ণ কল্পনায় আমরা ট্রেনে চড়েছি
খুপরি জানালা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে অথচ-
     তুই গাইছিস না;
তুই নেই রে, কোথাও নেই
   আমার ভীষণ একলা লাগে।