শত ঢংয়ের খেলা দেখি
চলছে জগৎ-সংসারে,
ঢংয়ের তালে ধান্দা চলে
ভক্তরাম তার খপ্পরে।


বাবা সেজে বসছে তারা
দমে দমে সিদ্ধি টান,
ধূপকাঠির ধোঁয়া ছাড়া
যায় না নিছক অভিমান।


সাজিয়ে শত রঙ্গিন আসর
অলীকতায় ভর করে,
ক্ষণিক বাদে উঠছে জেগে
বাহাদুরির ঢং ধরে।


তারপর?
আবদারিতে পকেট গরম
টালবাহানার নেইকো শেষ,
তবু ভক্তরামে দিচ্ছে জান
যেন বাবা'ই সত্য, বাবা'ই বেশ।


বলছি ওরে ভক্ত সোনা
অন্ধভক্তি দাও ছেড়ে,
নয়তো কপাল যাবে চুরি
ঐ সাধু বাবার হাত ধরে!