কতো অযত্নে বেড়ে ওঠা সেই পাকুড় গাছটি!
  খালের পাড়ে দাঁড়িয়ে নত শিরে আজো
তার স্বাধীনতার জাল বুনে যায়।
     কি দূর্দশায় বেড়ে ওঠা তার!
কখনো উত্তাল ঢেউয়ের বেগে বয়ে আসা ঝড়,কিংবা
হিংস্র বাতাস,মুহূর্তের মধ্যেই _
    সমস্ত ডালপালা দুমড়ে দিয়ে যায় তার।
তবুও সে হার মানার নয়_
   প্রকৃতির এক কোনে ঠিকই জায়গা করে নেয়।
হাজারো পাখির বিচরণ আজ তার বুকে।
দুপুরের রোদে হেটে আসা ক্লান্ত পথিকের _
    বিশ্রাম কেন্দ্র তার নিচে।
ছায়া,ডাল আর ফল দিয়ে অবিরাম _
   গেয়ে যায় সে কল্যাণের গান।


   নুর মোহাম্মদ
       ০৪সেপ্টেম্বর,২০২০