বিবেক যখন আজ জাগ্রত হলো,
  পড়লো মনে কৃত কাজের;
এ জীবন বুঝি মোর ভুলে ভুলেই যায়
  প্রভুর কাছে,ক্ষমা যে নিতে হবে।


তাই প্রভু তোমার চরণতলে আজ,
  চাই অভাগা ঠাঁই;
ক্ষমা করো মোর এ পাহাড় সম পাপ,
   এ মিনতি জানাই।


তবু যদি মোর না হয় ক্ষমা,
  যাবো বলো কার কাছে?
বড় দয়াময় তুমিই তো প্রভু,
  কোরানে বলা আছে।


আজ এ মিনতির পরেও যদি,
  ক্ষমা না মোর হয়;
বিশ্বনবীর উম্মাতের মায়ায়,
  তবু তো ক্ষমা পাই।


         ১০মার্চ,২০২১
    নলডাঙ্গা,গাইবান্ধা