কোনো কষ্ট নেই আমার।
এইতো বেশ সুখেই আছি!
সারাক্ষণ তোমাদের ভীড়ে_
মিশে থাকি;আড্ডাবাজি'তে মাতি;
আবার,বেসুরো কন্ঠেও গান ধরি।
কতো কাছাকাছি'ই হেটে চলেছি আমরা,
একই সুরেই সুর মিলিয়ে।
সে যেন কতো সহস্র বছর!


মানে কি?আমি খুব সুখী?
হয়তো সুখী!
তোমাদের চোখে।


অথচ_দেখ,
এতো কাছাকাছি থেকেও_কেউ
কখনো বুঝতে পারনি,
কোনো একটা না-পাওয়ার গল্প
খুব যত্ন করে_এই সুখী মানুষটাকেও
ভেসে নিয়ে যায়_
অচিন কোনো এক দুঃখ পুরীর দেশে।


নুর মোহাম্মদ
  ২৩সেপ্টেম্বর,২০২১
রাজশাহী