থাকতো যদি ডানা আমার
যেতাম উড়ে দূর আকাশে।
অধীর হয়ে ছুটবো সেথায়
ঢেউ খেলানো মেঘের সাথে।
বলবো সেথায় মেঘকে ডেকে
নেবে কি আমায় তোমার পীঠে
মেঘকুঞ্জ আমায় ডেকে নিয়ে
           বলবে,
বন্ধু তবে বস উঠে
অসীম আগ্রহে তাদের সাথে
ঘুরে বেড়াবো আকাশ পাণে।
ঘুরতে ঘুরতে হঠাৎ করে,
সূর্যিটাকে দিব ঢেকে।
যার প্রখর রোদের তাপে
কৃষাণেরা পুড়ছে মাঠে।
দিক দিগন্ত ছুটে বেড়ে,
ঝড়বো তবে বৃষ্টি রুপে।
সারা দিনের ক্লান্তি শেষে
ফিরবো তবে আপন আলয়ে।        
         রচনাকালঃ০৮ আগস্ট, ২০২০