স্বাধীনতা তুমি এসেছো বাংলায়,
  ইতিহাসের করুণ কালরাত্রির শেষে।
স্বাধীনতা তুমি এসেছো ভেসে,
   এক সাগর রক্ত রসের স্রোতে মিশে।


স্বাধীনতা তুমি এসেছো দেশে,
   লাখো রমনীর আর্তনাদে।
স্বাধীনতা তুমি এসেছো শেষে,
    শতো বীরাঙ্গনার ত্যাগের ফলে।


স্বাধীনতা তুমি এসেছো হেথায়,
   লাখো মায়ের বুক খালি করে।
স্বাধীনতা তুমি এসেছো বয়ে,
   নিপিড়ীত সব জনতার বুকে পা ফেলে।


স্বাধীনতা তুমি এসেছো বটে,
   শতো শতো জনতার স্বপ্ন বিসর্জনে।
স্বাধীনতা তুমি তুমি এসেছো ঠিকি,
     একঝাঁক দেশপ্রেমিকের হাত ধরে।


স্বাধীনতা তুমি এসেছো হেথায়,
   অন্যায় আর অত্যাচারের আল্পনা এঁকে।
স্বাধীনতা তোমায় আসতেই হলো,
   কতো জীবন উৎসর্গের পরে!


স্বাধীনতা তুমি সস্তায় কেনা নয়,
     কিনেছি চড়া দামে।
গুনেছি হাতে কতো শতো লাশ,
    তাহা ভুলিনি কোনো মতে!


        ২৬মার্চ,২০২১
          নলডাঙ্গা,গাইবান্ধা