আমরা ছাত্র ;
ছিলাম কোনো এক অন্ধকারাচ্ছন্ন রাজ্যের দেশে,
আলোর প্রদীপ হাতে নিয়ে তাই
হে শিক্ষাগুরু,
ফিরিয়েছো মোদের আলোর পথে।
তোমাদের হাত ধরেই শিক্ষাজীবন শুরু,
পাড়ি দিয়েছো বহু পথ_
তোমরাই মোদের শিখিয়েছো যত স্বপ্ন পূরণের পথ।
তোমরাই মোদের শিক্ষা দিয়েছো;কিভাবে _
   প্রতিকূলতায় বাঁচতে পারি,
তোমাদের দেখেই শিখতে পেরেছি,কিভাবে
   মরণের পরেও বাঁচতে পারি।
শিখিয়েছো মোদের ভালো মন্দ আর ন্যায় অন্যায়ের ভেদাভেদ,
তোমরাই মোদের শিখিয়েছো যত অনিয়মের বিরুদ্ধে লড়তে।
শিক্ষা দিয়েছো কিভাবে মোরা করবো বিশ্ব জয়,
তোমাদের থেকেই শিখতে পেরেছি কিভাবে
বিশ্বদরবারে নিজেকে তুলে ধরতে হয়।
শিক্ষা নামক অমূল্য সম্পদ করেছো মোদের দান,
যতদিন রবে রক্ত শিরায়,
রাখবো তোমাদের মান।
        
রচনাকালঃ৫অক্টোবর,২০২০