পুব আকাশে ওঠো যখন,
    সোনালী হাসি হেসে।
ক্লান্ত রাত্রের জড়তা ছিল যত,
     যায়যে সেসব ঘুচে।
সকাল ফিরে পায় চলার গতি_
       দিনের সময় শুরু,
সবাই ছোটে তার আপন কাজে,
     ব্যস্ততা আবার শুরু।
সমস্ত শক্তির আধার তুমি,
   কল্যাণের বাতি জ্বেলে
ওঠো তুমি রোজ দূর আকাশে
      প্রত্যেক সে সকালে।


রচনাকালঃ২সেপ্টেম্বর,২০২০