সহজেই বলে দিলে_
সময় সব ঠিক করে দিবে।
কথাটায় সত্যতা কতটুকু?
বুঝে উঠতে বেশ কষ্ট হয়।
আসলেই কি সময়_
সব কিছু ঠিক করে দেয়?
নাকি
সময়ের সাথে নিজেকে_
মানিয়ে নিতে হয়?
আচ্ছা,
সময় কি পারবে সুদূর অতীতে
ফেলে আসা আমাদের সব রঙ-বেরঙের
দিন গুলোর কথা ভুলিয়ে দিতে?
আবেগে প্রাপ্ত কিছু অজানা কষ্ট শিখা
মন থেকে চিরতরে নিভিয়ে দিতে?কিংবা_
চোখের সামনে হারিয়ে যাওয়া
সব ভালোবাসার মানুষগুলো'র স্মৃতি
স্মৃতির পাতা থেকে মুছে দিতে?


হয়তো সময়ের গতিময়তায়
অনেক কিছুই বিলীন হয়ে যায়।
কিন্তু তার রেশটা!
দেখবে_
কোনো এক নির্ঘুম রাতে
ঠিকি সাড়া জাগায়৷


রাজশাহী,বাংলাদেশ