উদাসী চোখে দেখছি চেয়ে,
  ভাংছে নদীর পাড়;
স্মৃতির পাতায় থাকা ঘরটাও
   বিলীন হয়েছে কাল।


নদীগর্ভে তলিয়ে গেলো
ছিলো যতোটুকু কাছে;
কেড়ে নিলো একে একে সব
তার কিচ্ছু যায়নি ফেলে।


কেড়ে নিলো এ সুখের সংসার
সাথে_ ষাট বছরের স্ত্রী ;
খুঁজে পাইনি লাশ'টাও তার
নিয়ে গেলো জল ভাঁসি।


ভাঙা-গড়ার এ খেলাঘরে
নিঃস্ব হলাম শেষে;
বুক ভাঙার এই কষ্ট-ব্যথা
   বুকেই চাপা পড়ে।


নুর মোহাম্মদ
   ১৩আগস্ট,২০২১