আমন্ত্রিত অতিথির আগমন,
আসছে সবাই করছে বরণ!
জানান দিয়েছে অনুষ্ঠান হবে,
আপ্যায়নে তার কমতি কিসে!


নিজেও যাচ্ছি দেখবো তাকে,
পথ পেরোতে_
      পড়লো চোখে;


ষাটোর্ধ এক বৃদ্ধা নারী,
কাঁপছে শীতে পথে বসি!
ছেঁড়া চাদর গায়ে দিয়ে,
অর্ধ শরীর ঢেকে রাখে!
অর্থ কড়ির অভাব থেকে,
রাত কাটছে তার অনাহারে!
বিষন্নতায় চুপটি করে,
ভাবছে কতো কিযে মনে!


হাটছি ধীরে_
        ভাবছি মনে,
এ কেমন তার নিয়ম!
এক নিশ্বাসেই বাঁচছে দুজন,
কতো ভিন্ন তাদের জীবন!


নুর মোহাম্মদ
০৪ ডিসেম্বর,২০২১
     রাজশাহী