বুকের খাঁচা আতিপাতি করে পাখির আশে,
পাখি আমায় দেয় না ধরা, উড়ে মেঘের দেশে।
বাহারি শিক, রঙিন ফুল আর স্বপ্নরঙ মেখে,
সাজাই মনের শূন্য খাঁচা, পাখি যদি দেখে...!!
দেয় না ধরা, দূর হতে হায় পাখি মুচকি হাসে,
সন্দেহের এক জলেশ্বরে আমার স্বপ্ন ভাসে।


মনের কথা বলি তারে চোখের সকল ভাষায়,
সবই বুঝে তবুও মনের দেয় না দখল আমায়।
সকাল-সাঁঝে শূন্য খাঁচা সাজাই পরিপাটি,
অসীম আশা এ' খাঁচাতেই বাঁধবে পাখি ঘাটি।
কেন্ যে পাখি দেয় না ধরা বুঝতে আজোও বাকি,
ভালোই যদি বাসে তবে কেন মিছে এমন ফাঁকি ?


এই আকাশে বজ্রাঘাত নেই, নেই মেঘেদের হানা,
এই আকাশটাও স্বাধীন পাখি উড়তে মেলে ডানা।
এই আকাশে প্রেম আছে আর আছে স্বপ্নের দেশ,
ওই আকাশের চেয়ে আমার এ' আকাশটাই বেশ।
মনের খাঁচা আকাশ সম বুঝবে যেদিন পাখি,
সেদিন খাঁচায় আসবে জানি, এ' আশাতে থাকি।