প্রিয়তি,
এই নাও তোমার প্রিয় নোটবুক.......
আমার যাপিত জীবনের শ্রেষ্ঠ নির্যাস রয়েছে এ'তে।
এ'তে লিপিবদ্ধ প্রতিটি বাণী তোমায় প্রত্যয়ী করে তুলবে ।
এর প্রতিটি বাক্য একেকটি সোপান স্বরূপ.....
তোমার অনাগত ভবিষ্যতে পৌঁছার সব ক'টি সিঁড়ি-
অতি যত্নে নির্মিত রয়েছে এ' নোটবুকে।


সময়ের নানান টানাপোড়েনে জীবন যখন অসহ্য হয়ে উঠবে,
চকচকে ত্বকে মাখা কল্পনার রং যখন ধুপ সইতে ব্যর্থ হবে-
তখন এ' নোটবুক খুলো.....,
নতুন জীবনের সংজ্ঞা পাবে প্রিয়।


কঠিন বাস্তবতার রন্দ্রে রন্দ্রে গাঁথা প্রতিটি সম্মোহনী পেরেক-
নিপুণতার সাথে খুলে ফেলার নির্দেশনা রয়েছে এ'তে।
এর প্রতিটি বাক্য তোমার সমগ্র জীবনের দৈব প্রহরী ; অকুতোভয় রক্ষী।


তোমার অনাগত সময় সমূহ পবিত্রতার মোড়কে-
সুরক্ষিত রাখতে সদা প্রস্তুত এ' রক্ষী।
.
মানুষরূপী "বন মানুষ"র কুৎসিত থাবা তোমায় রক্তাক্ত করতে উদ্ধত হলে-
এ' অকুতোভয় রক্ষীই তোমায় সুরক্ষিত রাখবে প্রিয়।
প্রত্যয়ী চিত্ত সন্দেহের কালো ছায়ায় প্রভাবিত হলে-
এ' রক্ষী তোমার জন্য পেতে দেবে তার বিশ্বাসী বুক।


তোমার সাজানো-গুছানো স্বপ্নেরা যদি বিদ্রোহী হতে চায়,
এ' রক্ষীর হাতেই তখন উড়তে দেখবে সন্ধির পতাকা।
বিরহের বিদ্রূপাত্মক অট্টহাসিতে যদি অতিষ্ঠ হয় শ্রবণেন্দ্রিয়,  
এ' রক্ষীই তখন শোনাবে তোমায় প্রণয়ের মহা মিলন সঙ্গীত।


তোমার অসহ্য জীবনকে মধুময় করে তুলতে-
(যুগে যুগে অক্ষয় প্রেমের নির্যাস হতে তৈরি)
এ' অকুতোভয় রক্ষী আমারই গড়া ; তোমার প্রিয় নোটবুকে।