বয়সের ঘোড়ায় চড়ে পাল্টায়
ভালোলাগার ধরণ; ভালোবাসারও।
প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক
অতঃপর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধাপে
ভালোলাগা পাল্টেছে আমারও; ভালোবাসাও।
"তোমার জন্য মরতে পারি" কাউকে বলেছি কি না
একথা যেমন ঠিক মনে নেই ;
"তোমাকে ভালোবাসি" কতজনকে বলেছি
তারও তেমনি কোন ইয়ত্তা নেই !!


স্টেশনে ক্ষণিক থামা বাস কিংবা
এখনই ছেড়ে যাবে এমন যাত্রীবাহী ট্রেনের
জানালার পাশে বসা মেয়েটিকেও
ভালোলাগে খুব, ভালোবাসতে ইচ্ছে হয়,
যদিও জানি, "ওর" সাথে আর দেখা হবে না।
অতঃপর বাস চলে যায়, ট্রেন চলে যায়
এক সময় ভালোলাগার রেশও কেটে যায়,
ঘোড়ায় চড়ে পাল্টে যায় ভালোবাসার অনুভূতি।


পার্কে, সিনেমায়, মার্কেটে কিংবা রাস্তায়
চার চোখে চোখাচোখি হলেও-
ভালোলাগা জন্মায়; ভালোবাসাও।
বিপরীত ঠোঁটের হাসি কিংবা তির্যক চাহনি
বাড়িয়ে দেয় ভালোলাগা, ভালোবাসাও।
সময়ের পরিবর্তনে এমনি কত শত
ক্ষণজন্মা ভালোলাগা, ভালোবাসা
অতঃপর অকাল বিরহের শিকার আমিও।