সময়ের ট্রেন ক্ষমতালোভী...
আমার ভাই, তোমার বাবা,
এর মা, ওর বোন,
কারো পতি, কারো পত্নী,
চলন্ত ট্রেনের ধারালো চাকার নিচে
দু'খণ্ড- বহুখণ্ড হচ্ছে প্রতি মূহুর্তে !


মানছে না কোন বাঁধা...
থামছে না কোন স্টেশনে
দুর্ভেদ্য শক্তিতে ছুটছে ট্রেন,
রক্ত-স্রোত, হা-হুতাশ, হাহাকার,
অসহায়ের কান্না, মজলুমের অভিশাপ
আর ক্ষমতার লোভ পাথেয় করে !


সময়ের সমুহ পাপাত্মারা...
এ কোন্ সম্মোহনে ভুলাচ্ছে আমাদের,
আজ বাঁচার জন্য...
চিৎকার করে কাঁদছি আমি,
তুমি ফিরেও তাকালে না।
কাল তোমার মরণ- যন্ত্রণা
কে, কারা দেখবে বলো !


এবার শিকল টানো যাত্রী...
এখনই সময়, থামাও ট্রেন।
মহৎ স্বার্থে যুগে-যুগে যাঁরা
জীবন দিয়েছেন নিঃস্বার্থে
আমরা তাদের উত্তরসূরী,
জরিমানার ভয়ে আমরা-
আত্মহুতি দিতে পারি না।