মুখস্থ করে যাওয়া সকল সুত্রের মহড়া করেও
তোমাকে ভালোবাসার কথা বলতে পারিনি।
কাঁটার আঘাতে শুধু ক্ষতবিক্ষতই করেছি বুক-
বুক পকেটে রাখা গোলাপ দিতে পারিনি তোমায়।


ও' চোখে দু' চোখ রাখার সকল কৌশল শিখেও
একটিবারও তোমার চোখে রাখা হয়নি আঁখি।
এ' লিখনি যখন তোমার চোখে পড়বে প্রিয়-
তখন ভালোবাসার কথা বলতে শিখিও আমায়।


নয়তো তুমিও হইও আমার মতো প্রেমে আনাড়ি
তখন দু'জন মিলে জাঁকজমকহীন করবো নতুন প্রেম।
পার্ক কিংবা সিনেমায় নয়; জ্যোৎস্নারাতে পুকুরপাড়ে বসে
টুকিটাকি শিখে নেবো সরল প্রেমের অনাড়ম্বর খুটিনাটি !!