বিচ্ছেদ শেষে দেখা হবে ভেবে
তোমারও কি ভয় হয়
আবার কেমন হবে নতুন সময় ।


সেকি প্রথমের সুখ
বুকে থাকে কথা
শুধু নিরবতা ছুঁয়ে দিয়ে যায়
            প্রতীক্ষারত প্রান ।


প্রথামের ছোঁয়া আজও অমলিন
দিন দিন বেড়ে তার উজ্জ্বলতা
মিশে গেছে শরীরের প্রতি ভাজে ভাজে ।
তবু প্রতি বসন্তে ঝরা গাছ যেমন সাজে,
এবার বিচ্ছেদ শেষে তোমায় পেলে
যদি স্পর্শে খুলে ফেলি নতুনের দ্বার
কেমন হবে সে শতাব্দী আবার ।


এবার বিচ্ছেদ শেষে
নতুনে ধুয়ে দেবে সময়ের বুক
দুজন হাত ধরে পৃথিবী বেড়াব
কাঁটাতার বাধবেনা মিলনের সুখ ।