কষ্টে কষ্টে কাটে বেলা
অবিশ্বাসের দ্বন্দ্ব দোলা
নিজেই নিজের মূল্য নিয়ে
বৃথাই করি বর্ণ খেলা ।


আমার আমিই রইল আড়াল
কাকে মিছাই খুঁজে মরি
আমার আমিই রইল দূরে
পরকে তবু আঁকড়ে ধরি ।


তিন প্রহরে তিন রূপে পাই
নিজের আপন ভিতর খানা
মুখে বলি জোর করে যা
ভিতর বলে টালবাহানা ।

কষ্টে কষ্টে কাটে বেলা
কুঁকড়ে মরি নিজের ভিতর
আসবে কি আর এই জীবনে
আপন চেনার স্বর্ণ প্রহর ।