এই বৃষ্টির রিনঝিন ছন্দে
যে গন্ধে ভেজা মাটি টানে
তারই নেশা ভরা বিরহ মায়ায়
ভ্রমে কোন ছবি আঁকে এ মনে ।
সেই ভ্রান্ত নেশার ভ্রান্ত মায়ায়
মনের ক্যানভাসের আঁকা ছবিতে
বৃষ্টি ছন্দ তালে মিষ্টি কে জন !
ডেকে যায় সেই তারে পেতে ।


তারে চিনি তবু সে অচেনা
তার ঠিকানা তাও অজানা
শুধু সে রেখে গেছে স্নিগ্ধ হাসি
আর খোপায় ফুলের গন্ধ রাশি ।
এই নির্জন বাদল বেলায়
সেই হাসি খুঁজে ফেরে দুই আঁখি
তবু ছন্দ দেশের সে গন্ধ রানী
ধরা দেবে বলে দেয় ফাঁকি ।


তাকে পেয়েও আজ হারালাম
বিরহের কাটাপথ মাড়ালাম
শুধু সে রেখে গেছে স্মৃতি
আর ক্ষনভুলে গড়া প্রীতি ।
তবুও মন আজ পূর্ণ
যদিও দুচোখে বৃষ্টি
ক্ষনিক ভুলে আসা মিষ্টি সে জন
করে গেছে ভালবাসা সৃষ্টি ।