কিছু বিশ্বাস এখনও টিকে আছে
কিছু ভালবাসা অভ্যাসের অন্তরালে উঁকি মেরে বলে
বেঁচে আছি।
কিছু সংগ্রাম বুকের ভেতর আড়মোড়া ভাঙে
কিছু মিছিল থেকে দুয়েকটি কণ্ঠস্বর ভেসে আসে
কমরেড কমরেড।
কিছু রোদ আছে গাঁ ছুঁয়ে বলে ভাল আছো
কিছু গন্ধ আচানক নাকে এসে লাগে
তখন শৈশব সামনে দাঁড়ায়।
কিছু মেঘ পরিচিত কিছু বৃষ্টি কান্নার মত
কিছু রঙ আলগোছে রাঙিয়ে দেয় মনের তুফান
কিছু হাসি জীবনের গান
কিছু মুখ হারিয়ে যেতে যেতে টিকে যায়
কিছু সময় ক্ষণিকের তবু মহাকাল মনে হয়।
কিছু রাত থাকে একা তবু প্রনয়ের
কিছু গান বিষণ্ণ সময় থেকে উঠে এসে
জীবনের কথা কয়।
কিছু হাত হাতের মুঠোয় চাপ দিয়ে বলে
এইত আছি
কিছু বুক আগলে থাকে খুব কাছাকাছি।
কিছু স্পর্শে শিহরণ জাগে
প্রেয়সী তাই কাছে ডাকি
কিছু কিছু আছে বলে এই দুঃসময়েও
বেঁচে থাকি।