ইদানিং ভালোবাসা শব্দটির কথা খুব মনে পড়ে যাই;
সবুজ খাম পড়ে থাকে উদভ্রান্ত এক প্রেমিকের ইতিকথা নিয়ে
মায়ার শহরে ডানা মেলে উড়ে কাঁচ ভাঙা অভিমান,
সীমাহীন বেদনায় তাকিয়ে থাকে ময়না পাখি
রজনীগন্ধা, গোলাপ, হাসনাহেনা বাড়ায় দীর্ঘশ্বাস!
ক্লান্ত মেঘ এলিয়ে দেয় বিষাদের রক্তচাপ, কক্ষপথে অনুরাগের জ্বলন্ত সমুদ্র;
অনন্তকাল ধরে তীব্র আলোর প্লাজমায় নিরুদ্দেশ ঝড়, ক্রমাগত আগ্নেয়গিরি!
বর্ণিল চেতনায় অন্ধত্ব বরণ করে পুষ্পগন্ধ ঋণ;
অনায়াসে খুলে যায়  অজস্র মায়া, উল্লসিত সূর্যের রঙ।
বিচ্ছেদের বহুরৈখিক স্বপ্ন মাতাল হয় শূন্যতার বিভ্রমে, অসভ্য অসুখে
বিচ্ছুরিত আলোকচিত্র পড়ে থাকে মরীচিকায়!
কেউ কথা রাখেনি, কেউ বিশ্বাসের প্রতিশ্রুতিতে মাখেনি বৃষ্টি;
ঘুমহীন এ রাত কেটে যায় অবহেলায়,  ভীষণ যন্ত্রণার  আনুষ্ঠানিতায়!
যে ভালোবাসায় হ্যামলিনের বাঁশির কোন ছলনা ছিল না,
ছিল না ম্যাজিশিয়ানের একঘেয়েমি কোন দিনযাপন;
যে ফুল একদিন ঋতুকে ভালোবেসে নিজের সৌরভ তাকে
বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল
সেও একদিন বিনয়ী ভঙ্গিতে নাটকীয়তার প্রাক্বালে ভুলে যেতে শিখেছে,
শুধু খেলনার শহরে রেখে গেছে বিষণ্ণতার শুভ্র ইঙ্গিত!!