অদ্ভুত এক অনুভূতির শহরে ভাবনারা উড়ে বেড়ায়;
একগুচ্ছ গোলাপ তুলে নিই হাতে,
স্নেহময়ী স্বপ্নেরা চুমুক দেয় কফির পেয়ালায়
তিলতিল করে চুষে নেয় প্রণয়ের সুর।
সমস্ত ক্লান্তির বুকে গভীর এক দীর্ঘশ্বাস;
জমে উঠে কিছু উপমা,
জমে উঠে কাল বৈশাখী ঝড়ের মত মেঘের আর্তনাদ,
মাঝেমাঝে ইচ্ছের প্রায়শ্চিত্ত ফোঁস মারে বিদ্যুতের মত!
ক্লান্ত বিকেল ঘুমিয়ে পড়ে সন্ধ্যার গভীরে
একাকী চাঁদ নীরবে তাকিয়ে থাকে,
দু'চারটে অভিমান জন্ম নেয় সমুদ্রের গর্জনে, ভালোবাসার বিচিত্র রঙে!
হয় তো এখানে প্রিয়জনের কথা বেচা কিনা হয়
কিংবা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এক একটি শব্দ;
যদি সেভাবে পরিবর্তন হত বিষাদের সুত্রপাত
তবে নোনাজলের সাথে পরিবর্তন করে নিতাম,
যন্ত্রণার নগরে জেগে উঠা এক বিশ্বাসহীনতার গল্প...!!