সারাটা দিন কেটে যায় অবেলায়
কিছু অশ্লীল স্বপ্ন ভাঙা পাথরের টুকরো ছুঁয়ে ক্রমশ উঠে আসে,
কিছু স্মৃতি কষ্ট বাড়ায় নিদারুণ, ক্ষয়ে ক্ষয়ে শূন্যতা জমে বুকের ভিতর।
এই যে আঁধারী আকাশ, নীরবতার সুর আর বিষণ্নতার এক একটি ছন্দ
ফোটা ফোটা শিশিরের কাছে প্রতিনিয়ত মাথা নত করে;
কে জানে আকাশটা কত ভারি হয়ে আছে
সময়ে অসময়ে বৃষ্টিরা দারুণ অভিযান চালায়।
মাঝেমাঝে সমবেদনা জানাই মেঘের কাছে,
নিশিরাতের কোমলতার কাছে;
চায়ের পিপাসা নেই, তবুও আগুনের স্পর্শকাতরতা বেড়েই চলেছে দিনদিন।
কষ্ট যেন আজ আমার অনন্ত উদারতা
মায়ের পেটের প্রিয় আপনজন;
তাদের দারুণ ঈর্ষায়, জল্লাদীয় আচরণে ভেঙে পড়ি বারবার।
তবুও নিষ্ফল চেষ্টা করি অকাতরে;
আসবে, একদিন সব ফিরে আসবে
সব প্রতিকূলতা ভেঙে বুকের ভেতর জমাট বাঁধবে কোলাহলপূর্ণ আলোকিত শয্যা,
মন সেদিন না হয় মেতে উঠিস আড্ডায়
ম্লান মুখে তাকিয়ে থাকিস স্বজনপ্রীতিদের দিকে,
তবুও আজ সব মেনে নিতে দ্বিধা করিস না!!