শিকড়ের নিবিড়তা। বাতাসের শীতলতা।
বৃষ্টি এলিয়ে খোঁজে নেয়, অরণ্যের মৌনতা।
নির্লোভ অসহায়ত্ব। নির্মল বেদনা।
কষ্ট-বিরহ জ্বালায়, জন্মে তিক্তপোকা।


বৃষ্টি ঝরঝর। চায়ের কাপে।
মেঘের লুটোপুটি, নদীর বহতা ক্যানভাস আঁকে।
উন্মুক্ত প্রান্তর। নির্ঝর চঞ্চলতা।
বিবেকহীনতার শহরে, খেলা জমায় আমজনতা।


পাহাড়ের দৃঢ়তা। দীর্ঘশ্বাস ভরা গভীরতা।
নৈঃশব্দের রাজ্যে, সব বিশ্বাসহীনতা।
অদৃশ্য অভিমান। ক্যাম্পাসে ভাসে।
কল্পবিলাসী নগরে, কার্বন ডাই অক্সাইড উড়ে!


ছান্দিক শব্দ। বস্তির দেয়ালে।
চলন্ত ট্রেন, সেখানেই তবু খেয়াল আঁকে।
সাম্পানের টানে। মন সমূদ্রস্নানে।
এ সব তো আজ তোমারি কারণে।