এবং ভালবাসা এসেছিল শত জনমের প্রতীক্ষার প্রহর কেটে
শত পূর্ণতার অনুভূতিকে বিলীন করে!
যদিও বা ছাই হয়ে গেছে স্বপ্ন, যদিও ভেঙে গেছে নবীন বসন্তের ফুটন্ত সকাল
তবুও একবুক আশা ছিল মনে, একমুঠো রজনীগন্ধা গুঁজিয়ে রেখেছিলাম প্রত্যাশার হাতে।


রাতের গাঢ় অন্ধকার ছুঁয়ে গেছে স্নিগ্ধ কোমল, ভীষণ নিস্তব্ধতায় কেটে গেছে কত বিকেল
বিসুভিয়াসের লাভা উছলে উঠেছে একাকী নীরবতায়, শুক্লা দ্বাদশীর তেজে ভেঙ্গে পড়েছে প্রান্তর
অতঃপর শুধু জেগে থেকেছিলাম আমি, আর থেকেছিল আমার ভালবাসার ইচ্ছেরা।


দ্যাখো ট্রেতে জমানো সিগ্রেট পোড়ানো ছাই এখনো শেষ হয়নি
সীমাহীন অসুস্থতার ক্লান্তি এখনো বোধ সুস্থতা ফিরে আসেনি;
একপাশে নদীর জল ঢেউ খেলেছে, অন্যপাশে আড়মোড়া ভাঙ্গা সূর্যটি
এই প্রান্তে ভেসেছে জীবন্ত লাশ, আর ঐ প্রান্তে পড়ে থেকেছিল মৃত উপগ্রহ,
পরিত্যক্ত ক্যাসেটের ফিতার মতো দু'টোরই ছিল বিষণ্ণতার জীবনবোধ
অতঃপর আশ্চর্য শিহরণে থর থর মনঃপ্রাণ,
তবুও প্রদীপ জ্বালিয়ে রেখেছি হাতে; আসবে, সে একদিন ফিরে আসবে
কূলহারা নাবিকের মত সাত সমুদ্দুর পাড়ি দিবে!
অতঃপর ঠিক একদিন ফিরে এসেছিল, এবং সেদিন ভালবাসা এসেছিল।