একদিন হাজারটা স্বপ্ন এঁকেছিলাম
ঘুমের ভাঁন করে না থাকার ইচ্ছায় ক্যানভাসে কত না বলা কথা আত্মগোপন করেছিলাম;
কিন্তু না, ক্যানভাস আমাকে পুড়তে বলেনি
আগুনেও ঝাপ দিতে বলেনি
শুধু বিস্তৃত রাজ্য জুড়ে লবণের তাজমহল দেখিয়ে দিয়েছিলো
ধূসর ডানার চিল হয়ে মেঘের সাথে ভেসে ভেসে বহুদূর পাড়ি দিতে বলেছিলো!
তখনো এক পরিপূর্ণ প্রত্যাশা ছিল হাতের মুঠোয়;
নীলকে ভালোবেসে জমে নিবো সব প্রশান্ত বিলাস
কষ্ট আমদানি করে সাগর পরিমাণ জল রপ্তানি করবো
অতঃপর ঘুমুরানীকে আমন্ত্রণ করবো
আর তন্দ্রার মিছিলে আবারো খোয়াবের দেশে পাড়ি দিবো!


কিন্তু না! সেখানেও নিদ্রামণির ডাকে বাতায়ন খুলে দিতে হয়েছে হৃদয়ের;
তবুও ফের কোন সাথি আসেনি
কোন আপনজন ভালোবাসেনি
শুধু আহ্লাদী মনে জাগ্রত ছিল হাজার রাতের নোনাজলে গড়া বিশাল এক সমুদ্র!