প্রতিনিয়ত স্বপ্ন ভেঙে যায়, আশ্বাসের পথে জেগে উঠে এক একটি অচেনা মরুভূমি;
কিছু ভালোলাগা কাঁটা হয়ে দাঁড়ায়, কিছু আবার অমানবিক অত্যাচার
ভরসার হলুদাবাদ চাষে যদি জেগে উঠে লাল সংকেত, অতঃপর গাঢ় নীল রঙে ভেসে ভেসে হাহাকার
তখন সমস্ত আকাশে জ্বেলে উঠে বিষণ্নতার এক একটি গল্প !!


এই যে মাতৃভূমি পেয়েছি, সবুজ আবাস পেয়েছি, কত শত নদী পেয়েছি
মানুষের কষ্ট দেখেছি, নীরব কান্না দেখেছি
মায়ের হাহাকারে বুকফাটা কান্না শুনেছি
কত অভিমান বুকে গোপন করে রেখেছি;
কিছু অপূর্ণতার শহর জেগে উঠেছে অবহেলায়
কিছু পূর্ণতা হারিয়েছে নগর তার বুকের ভিতর জমে উঠা বিষাদের ছোঁয়ায়,
অথচ দীর্ঘ সাতচল্লিশ বছর পর এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি "স্বাধীনতা তুমি কি"?
এই যে সাংবিধানিক অধিকার হারিয়েছি, প্রতিবাদ করার মত সাহস হারিয়ে ফেলেছি;
শুধু মুখে আঙ্গুল দিয়ে চুপ করে থাকা ছাড়া আর কোন অধিকার পাইনি!


যতিচিহ্নের দাগ টেনে টেনে কৌটা সংস্কার বেড়েছে
শব্দের ভাঁজে, সমুদ্রের উচ্ছিষ্ট জলে, ব্রাকেটের কোণায় কোণায় ঘুষ বেড়েছে
অথচ কেউ ফিরে দ্যাখিনি আমাদের ছাদবিহীন, বেড়াবিহীন খোলা আকাশের নীচে চাঁদের আলো আর বৃষ্টির সাথে কঠিন বসবাস!
মায়াহীন, প্রাণহীনের মত এক একটি জীবনের চলাচল
তবুও ঘোর দাঁড়িয়ে আছো তুমি সেগুলো নিলামে তুলতে!


আর কতদিন পদ্মা, মেঘনা, যমুনা রক্তে লাল হয়ে গেলে তোমরা বোঝবে?
কতটুকু অশ্রু গড়ালে তোমাদের মন সিক্ত হবে;
আর কত অপেক্ষার প্রহর জ্বেলে রাখলে আমি খুঁজে পাবো আমার স্বাধীনতা!!