তুমি যদি বাড়াও দু'হাত আমিও তো না করবো না;
ধানের তোড়া বনের সাথে যেমন করে মিশে হয় একাকার
আমিও মেনে নিতে রাজি তোমার বহুরূপী অহংকার।।
নিরলস দু'চোখ থেকে পড়ে যায় যদি নিডেল সানগ্লাস
নিরানব্বই পদের স্বপ্নের আলিঙ্গণ পূরণ করতে হবো না আদৌ হাপিত্যেশ,
শিশিরে ভেজা সিক্ত মন যেমন করে আঁকে বাসন্তী বাতায়ন
সুখ নয় মেঘের কাছে চাই তবে একটা পবিত্র মন।
হাঁসের পালক দ্যাখো কত রকমে সাজাই ভালোবাসার উচ্ছ্বসিত আবেগ
পলক ছুঁয়ে দ্যাখো না, তোমার কাছেও আছে একটা নিরুদ্দেশ প্রেম;
কিছু কল্পনা কিছু গানে একত্রিত হয়ে যেমন ফুটাই ফুটন্ত গোলাপ
কিছু কষ্ট আঁকো, মন ছুঁয়ে দ্যাখো আমিও পারি দিতে একটা হৃদ্যতার আকাশ।