আমি সুখ চাই না বন্ধু, আমাকে দুঃখ দিও
জলে ভরা সমুদ্র দিও; যদি তুমি সুখ পাও!
মিছেমিছি হাসি দিও, ছলনার শহরে আপন ভাবিও
বাস্তবতায় নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করো,
বিরক্ত হয়ে অবহেলার কিছু বাক্য ছুড়ে মেরো
যদি তুমি সুখ পাও!


দ্যাখো এ রাত, এই দিন কিছু আমার নয়
এই আনন্দের মেলা, এই মেঘে ডাকা সকাল কেউ চিরস্থায়ী নয়;
কিছু আষারিয়া মেঘ উড়িয়ে দিতে পারে আমার এক বুক স্বপ্নকে
কিছুটা শ্রাবনের জলোচ্ছ্বাস ভিজিয়ে দিতে পারে পৃথিবীকে,
যদিও আমার বেখেলায়ী স্বপ্ন নীলাভ আকাশের মত
কেউ সারাজীবন আমার হবে না, কেউ সারাজীবন ভালবাসবে না!


থাক না আমার প্রতিদিনের রক্তক্ষরণ
ক্ষত বিক্ষত হোক না মেহেদী পাতার মতন হৃদয়,
আসুক না মাঝরাতে দেয়ালের কার্নিশে ঝড়;
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো, বিষণ্ণতার মুখোমুখি সময় কাটাবো!
হোক না জীবন দীর্ঘ এক মরুভুমি
বালুর উপর দাঁড়িয়ে বিন্দু বিন্দু ঘামে সাঁতার কাটবো,
না হয় সব ভেঙ্গেচুরে এ বুকে নীল তরী ভাসাবো
সকল অনুভূতিকে নিয়ে নির্ধিধায়  উপহাস খেলবো;
যদি তুমি সুখী হও, যদি ভালো থাকে।।