দু'মুঠো অভিশাপ নিয়ে কি হবে বলো
ফুল তো ঝরে পড়েছে আঙিনায়
মেঘ তো আজ আর ভাসে না আকাশে,
যদিও কালঝড়ে ভেঙে গেছে হৃদয়
আধভেজা স্বপ্নগুলো যদিও ফের আর উঠে আসেনি
বড় সাধ জাগা চোখের কার্নিশে কি আর হবে বলো জলে টলমল অতঃপর বৃষ্টি ভেজা!
দ্যাখো খুব ভালো আছে ধূলিময় মাটির বুকে জন্ম নেওয়া আজন্ম লতা-পাতা,
গাছে গাছে উড়ে বেড়ানো প্রজাপতির নিষ্প্রাণ সংসার;
হতে পারে এখানেই ভালোবাসা, এখানেই ঘুনপোকার পদার্পণ, আর এখানেই শুভ্র মেলামেশা।
একরাশ তৃপ্তি নিয়ে বাঁচো, লালাভ দিগন্তের দিকে তাকিয়ে মুছে ফেলো সবটুকু অমানিশার অভিমান
তবুও আজ আর একমুঠো অভিশাপ নিও না!