চেয়ে চেয়েও বলা হয় না, তুমি আমি আর আমার শব্দ ভান্ডার;
আহা কি সুন্দর কবিতা হয়ে ফুটে উঠেছে!
কখনো রজনীগন্ধা, কখনো গোলাপ আবার
কখনো কখনো শিউলীর ডাটার মতো-
আফসোস, তুমি ইচ্ছে করেও একবার দ্যাখো না, পড়তে চাও না-
বলতেই তো পারো, আমি না হয় ঢের চেষ্টা করবো
অক্ষর, শব্দ আর বাক্যের বারান্দায় নিজেকে বিছিয়ে দিবো-
কবিতার সাথে একাকী একলা মনের সুখ-দুঃখ তুলে ধরবো!


প্রিয় পাঠক বন্ধু, এভাবে ঘৃণা জমিয়ে দূরে ঠেলে দিও না-
ভালো লেখক হতে পারিনি তাতে কি,
একজন পাঠকের বন্ধু হয়ে থাকাটাও কম কি-
অনলাইনের এই ডিজিটাল যুগে
কিছুটা ভালোবাসা আর মধুর মিশ্রণে
আমাকেও সমালোচনা জানিও- দু-চারটা বার্তা দিও,
তবেই তো পদ্য থেকে গদ্য আর
গদ্য থেকে পদ্যের ঠিকানা খুঁজে পাবো!