মেঘও তো বলে দেখিনি কোনদিন দু'একটি কথা
সাগরও বলে যায়নি এ আমার নীরবতা,
আষাঢ়ও বলেনি শ্রাবণের উতলা প্রেমের ব্যথা
কেমন যেন চমকে উঠে, বুকের গভীরের আকুলতা!


কতখানি মায়া ভাসে প্রতিটি রাতে
কতটি ফুল ঝড়ে পড়ে যদি জানাতে,
কোন শহরে হাসি লুকাও প্রলেপমাখা প্রেমে
কোন জাদুতে কাছে টানো মনের মত করে?


অষ্টাদশী স্বপ্ন ভাসে বিষাদের জলে
অষ্টপ্রহরে চমকে উঠি উতলা নয়নে,
কেমন যেন অভিমান খেলে বুকের কোণে
কেমন করে, কার হাত ধরে মন খোঁজো যদি জানাতে!


নারী তোমার মন বুঝা দায়ী এ কথাটি মিছে নয়
ধান ছাড়াও বালতি ভরে ভাজতে পারো খই,
দিনের বেলা এক কথা রাতে তার পরিবর্তন
মন বুঝে মন দিও, মিছেমিছি নয়!!