ইদানিং তোমার কথা ভেবে ভেবে আমি হারিয়ে যেতে পারি না
যেমন একদিন হারিয়ে যেতাম সমুদ্র কূলে,
অনুতপ্ত মেঘের শহরে জেগে উঠা নোনাজলে কিংবা পাহাড়িকা ঝর্ণার আড়ালে;
এক এক করে কুড়িয়ে নিয়ে আসতাম ফোটা ফোটা ঝিনুক জল,
এক একটি রাতের নিঝুম দ্বীপ!
সে একই নিয়মের গন্ডিতে আজো আমি জাগি
জেগে জেগে যেমন রঙিন চিঠিতে তোমাকে লিখতাম,
তোমার অভিযোগ, অনুরাগ ভাঙানোর জন্য কিছু হাসি ঘোটাজলের মত
চায়ের কাঁপে সাজিয়ে নিতাম;
আজো নিই, আজো লিখি
ঝিঁঝিঁ পোকাড় উৎসবে, নিশি রাতের পাখির কলরবে মেতে উঠি
ডাইরি ভরে ভরে মনের কথা লিখি, তুলির আঁচড়ে হৃদয়কে উজাড় করে ছবি আঁকি!
তবে সেটি কবিতা হয়, গল্প হয়, চিত্রশিল্পীর প্রাঞ্জলতা পায়
একাকী গভীর রাতে চাঁদের বন্ধু হয়, পাঠকের প্রিয়জন হয়,
তবুও সে আগের মত তোমার ভালোবাসা হয় না
তোমার কথা মনে করে আমাকে আর ভিজায় না,
কারণ আমি আজ সব সয়ে যেতে শিখেছি...!!