প্রিয় মুক্তোডানার বিষাদিনী,
কিছু কথা বলার ছিল তোমায় বলা হলো না
কিছু স্বপ্ন এঁকেছিলাম তোমায় দেওয়া হলো না;
মিইয়ে গেছে সূর্যের হাসি, মিইয়ে গেছে শত জনমের প্রতীক্ষা
কাঁচ ভাঙা বিষণ্ণতার আঙিনায় এখনো শুধু দাঁড়িয়ে আছি আমি।
জানি ভুলে গেছো তুমি, ভুলে গেছো এই আমার জন্য তোমার আর্তনাদ
ভুলকে ফুল ভেবে দিয়েছিল হাত;
এখনো পুড়োনি জানি, জ্বলছে নিভু নিভু প্রদীপশিখা
জীবন নামের রেলস্টেশন পাড়ি দিলেই বুঝবে, কষ্ট জমে জমে হয়েছে কত ফোঁটা!


পিপীলিকার মত আজ পথ খুঁজি, ঘাট খুঁজি
ধ্রুপদী নিশ্বাসে তোমার কথা ভাবি
ধুম্রজালে মাতাল আমার ডোরাকাটা স্বপ্নের অলিগলি,
বাড়ন্ত প্রেমে নতুন করে জমে অবুঝ মায়া
মেঘ আসে, শিশির হয় সে শিশিরে ভিজি একা!


আজ নৈশব্দের এক একটি শহর ঘুমিয়ে পড়েছে
অবহেলার নগরে ঠাই দাঁড়িয়ে থাকি আমি;
যেখানে রাত্রির সমস্ত উঠোন জুড়ে কষ্ট জমে জমে হয়েছে শূন্যতা
আশার বুকে মৃত পড়ে থাকে এক একটি ডাইরীর পাতা।
ঘুম ভাঙলেই আষাঢ়িয়া প্রেম জেগে উঠে আমার আঙিনা
সেখানে হাত বাড়ালেই মেঘের সঙ্গম, এখানেই এক সাগর জলে ভেলা ভাসায় আমি!
তবুও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো তুমি
তোমায় জাগিয়ে দিতে আর আসবো না
আমার নির্ঘুম রাতের অভিমানেরা তোমায় ছুঁবে না,
বিষাদে ঢাকা ভালোবাসার শ্রেষ্ঠ বিকালের মায়াবতী প্রহর তোমার চোখে আর পড়বে না!