মাঝেমাঝে আমার রাতটা ভারী হয়ে যায়
পূর্ণিমার জোছনায় মন এলিয়ে দেয় জোনাকি,
কি সুন্দর রাত, কি সুন্দর উদ্ভাসিত আকাশ!
আহা! কি অদ্ভুত এই সৌরজগৎময়!


সাঁইসাঁই করে পার হতে চলছে জীবন নামের স্টেশন
কিন্তু প্রতিনিয়ত বুকের ভিতর রক্তক্ষরণ,
আগুনের দহনে ক্ষয় হতে শুরু করে প্রাণের পূর্ণতা;
কিছু আশা টুকে রাখি অনুভূতির শহরে,
কিছু বেদনা আবার ঢেউ খেলে যায় আবাদী ফসলের মাঠে!


কে যেন কখন কথা দিয়েছিল, আবার ফের সন্ধ্যা ফিরতে না ফিরতে-ই হারিয়ে গেলো,
কিন্তু তাঁর স্মৃতিগুলো ভেসে যাই উষ্ণ মাদকতার ঢেউয়ে,  আগুন পলাশের গল্পে;
তবুও মৃত্যুঞ্জয়ী ভালোবাসারা খেলে বেড়ায় সবুজ তপোবনে!