প্রতিদিন ভুলে থাকার এক একটি গল্প লিখি; ইচ্ছেরা ঘুরে বেড়ায় বৃষ্টিস্নাত শহরে
ইট পাথরের দেয়ালগুলো ভিজে ভিজে হাপিত্যেশ!
অপেক্ষার প্রহর জ্বলে পুড়ে ছাই হয় বিনিদ্র রজনীতে;
জমে উঠে ভুলের পাতা, জমে উঠে অভিশাপের কুয়াশা।
কতটি বছর কেটে যায়, কত অভিমান আগলে রাখি
ব্ল্যাকহোলের অন্ধকারে নদীর স্রোত বয়ে যায়;
স্বপ্নের উদগিরন শুধু বারমুডা ট্রায়াঙ্গেলের মত নিমেষে হেরে যাওয়া!
নিশ্চুপ তাকিয়ে থাকে পাহাড়িয়া কাঁকলাস,
শূন্যতার ভিতরে জমে ধোঁয়ার ভীষণ খেলা;
সবুজের দেশ জানেনা তার এ নীরবতা,
সুরকীর ভিতরে বিষাদের জানান দেওয়া।
অনায়াসে প্রোথিত হয় জলরঙ, মেঘেডাকা আঁধার;
অযাচিত অজুহাত ছেয়ে আসে অসময়ের জলছাপে, পাশে দাউ দাউ উদগ্রীব মরুভূমি।
নিয়ম ভেঙে যায়, স্যাঁতস্যাঁতে অবসাদ ফুলে উঠে বুকের খাঁচায়
অবলীলায় ভেসে আসে অজ্ঞাত সমীকরণ, ভেসে আসে নিঃশব্দের স্বচ্ছ অরুনপলক জল
ভিজি, সাঁতার কাটি, গোসল করি।  
অন্ধকারের সংলাপ বুকে ডেকে কেবলি পথিক হেটে যায়; পিছনে পড়ে থাকে তার স্মৃতি
একলা চাঁদ, বিসর্জন আর কাঠফাটা অপেক্ষার প্রহর!