প্রতিদিন এক একটি চিরকুট লিখি, এক একটি চিরকুট পড়ে থাকে অশ্রুসিক্ত টেবিলে;
একটি স্বচ্ছ কাঁচের দেওয়ালে মুখ লুকিয়ে রাখি, বিষাক্তের পানা ছোবল মারে নিয়ত!
মনের মাঝে জীবন্ত ছবি এঁকে দিয়ে যায় অতীতের ঋণ; বারবার ভুল করি,
বারবার বাহানার সাথে শূন্যতাবোধ আঁকি
তবুও যেন এক মিষ্টি সন্ধ্যায় গল্পের আসরে বসে কত কথা, কত বাড়াবাড়ি!


অবহেলার নীল খাম খুলি, বুকের ভিতরটা হঠাৎ কেঁদে উঠে
মুক্তি নামের শিকলে বারবার জর্জরিত হই, বারবার হৃদয় ভাঙার ঢেউ আছড়ে পড়ে!
সেই একাকী বিকেল কাটে, সন্ধ্যা কাটে, রাত তো কোনভাবে শেষ হয় না,
বিষণ্ণতার মুখোমুখি দাঁড়িয়ে কত উপহাস, কত অসহ্য যন্ত্রণা বাতাসে উড়ে;
যদি না সে বাহানার নামে ভুলে যেতে পারতাম পুরনো স্মৃতি, অতীত
যদি না নিদ্রার বেড়াজালে মুছে যেত সব  আঘাত, সব আত্মবিসর্জন
তাহলে বেঁচে যেতাম
না হয় পর ভুবনে গিয়ে লিখে নিতাম "উচ্চারিত এবং আলোচিত একটি শব্দ ভালোবাসা"
তবুও এই জমানো  চিরকুট থেকে মুক্তি হত!