নিরুৎসাহিত একদিন বুকে ঢেউ জমাবো, কেঁদে কেঁদে বুকে ভাসাবো
অনিচ্ছার শহরে সব গোপন রাখবো,
ভুলে যাওয়া সব স্মৃতিগুলো আবার এক এক করে এপিটাফে যুক্ত করবো;
তবুও জাপসা চোখে ভালোবাসা খুঁজবো, নিলীন অশ্রুর বুকে প্রণয়ের সুর তুলবো!
দ্যাখো দক্ষিণে মেঘ জমে, পূর্বেও তাই; যদি উত্তরে টর্নেডো বয়ে আসে
পশ্চিম তখন আর আলকিত থাকে না, ভূমিকম্পের মত পৃথিবীতে আঁধার ছেয়ে আসে
উচ্ছ্বাস ঢেউয়ে সব পাল্টে দেয়ার মত, ভেঙে পড়ার মত!
তাই বলে পৃথিবী থমকে দাঁড়ায় না, নিমেষে সব অভিলাষ বিসর্জন দেয় না
কখনো মাথা নত করে তাদের থেকে ভিক্ষা চায় না;
অনেক ধৈর্য ধরে বুকে হাজার স্বপ্ন জেগে রাখার প্রবল ইচ্ছায় নীরবতা পুষে রাখে!
না হয় আমিও আজ তীব্র বিষাদে জ্বলে পুড়ে ছাই হবো
বেদনার শহরে একাই পুড়বো, একাই নোনাজলে হাবুডুবু খাবো
প্রতিনিয়ত মরণপান যুদ্ধে জড়িয়ে পড়বো; যে স্বপ্ন ভেঙে যাওয়ার তা ভেঙে যাবে,
না হয় নতুন করে আর একটি স্বপ্ন জোগাড় করবো!
তবুও আর কোন হতাশা আমাকে ছুঁতে পারবে না
বিষণ্ণতার মেঘমালার কাছে নিজেকে আর গোপন রাখবো না;
এ আমার অভিমান না, প্রবল ইচ্ছের পায়চারী!