তুমিও নাকি সেদিন কেঁদেছিলে
ভাঙাপাথরের টুকরো ছুঁয়ে ফেলেছে তোমার সবটুকু উঠোন,
তৃপ্ত ভালোবাসার বুকে জন্ম নেওয়া আজন্ম প্রেম
ধূলির ধূসর কায়ায় মিশে গেছে।
রেশমি কাপড়ের বুকে মুখ ঢেকে জ্বালান দিয়েছো সব টুকু শোক,
পাথরচাপা নিশ্বাসে খুজেছিলে আমায়।
শুধু অনুমতি ছিল না আমার ফের ফিরে আসার।
জানতে চেয়েছো, আদৌ কি বৃষ্টি নেমেছিল তোমার দু'চোখের কোণে?
আমার শহরটাকে ভিজিয়ে কতটুকু সাজাতে পারবে তোমার বুকের ঝোপঝাড়??
স্বপ্নের সজল বর্ষণে কষ্টের প্রবল স্রোত সস্তায় নিলামে বিক্রি করে
অজানা পথ পাড়ি দিতে হয়েছে অচেনা সঙ্গীর সাথে....!!