এই তো সেদিনও তুমি পাটভাঙা শাড়ির আঁচলে আমাকে বেঁধে রেখেছিলে;
শিখিয়ে দিয়েছিলে ভালোবাসার প্রতিটা অক্ষর, শব্দ আর বাক্য-
আমি পুড়োবাড়ি সে ভালোবাসার জোনাক জ্বালিয়েছিলাম-
নির্ভয়ে পূর্ণিমারচাঁদ খেলা করেছিল আমার উঠোনে-
আমার প্রত্যাশা, আমার ইচ্ছা, আমার কাব্যিকতা
আমাকে আরো বেশি আকাঙ্খার স্বপ্ন বুনে দিয়েছিল!
অথচ আজ আর কোন ভালোবাসা নেই, কোন স্বপ্ন নেই;
গতি হারানো এক সমুদ্রের মতো আমি,
আমার জীবনের রীতিনীতি আর গল্পরা আমাকে থমকে দেয়-
আর আমি নৈঃশব্দের শহরে নিজেই নিজের সাথে প্রতিদ্বন্দ্বীতে ব্যস্ত-
না আছো তুমি আর না আছে তোমার সর্বনাম-
আশ্চর্য এক জাদুকরীর মতো নিজেই স্বপ্নাশ্রয়ী
মেঘের কূলে একাই হেটে চলি-ভালোবাসারা শুধু অন্ধ!