কবে-ই যে মন ভেঙে গিয়েছে নিজে-ই জানিনা,
কখন যে বিষাদেরা হাত পেতে জড়িয়েছিল ভাবতে-ই পারিনা।
সমুদ্রের উচ্ছাস ঢেউ প্রতিনিয়ত গড়াগড়ি করে বুকের ভিতর,
যেমন করে উতাল-পাতাল জলতরঙ্গে ভেঙে যায় সমুদ্রতীর;
জানিনা ভাঙা কাচের টুকরো কেন বারবার ছুঁয়ে যায় মন, ভেঙে দেয় স্বপ্ন!
তবে জীবনই কি অভিশপ্ত, নাকি রাতের নিস্তব্ধতা বয়ে আনে এক একটি অভিশাপ?