জোনাক জ্বলা রাতে পাখা মেলে উড়ে প্রজাপতি
কান পেতে রাখি দেয়ালে
বুকের কোণে খেলে যায় তোমার উচ্ছ্বাস নীরবতা;
আহা! সারারাত পায়চারি তোমার আঙিনা!


অনেক্ষণ অপেক্ষায় থাকি রেস্টরুমে
চায়ের কেটলি চুলোয় চাপিয়ে এ তো আসলে তুমি;
কিছুটা হাসি লুকিয়েছ আজ অনেক কাজের ফাঁকে
কিছুটা ভাব দেখেছি তোমারি খেয়াল আঁকে।


একটু কফির চুমুকে মুখ ভিজালে
আর এক চুমুকে আঁধার;
একটুখানি ভাবের ছলে দিয়ে গেলে একগুচ্ছ অতিথি কবিতা
আমি ব্যাকুল হই, দেখে তোমার রোমান্টিক সিনেমা!


অতঃপর... অতঃপর চোখ রাখি ভাঙা কাঁচের জানালায়
বিকেল ফুরিয়ে পানকৌড়ির সন্ধ্যাবেলা,
কসমিক শূন্যতার সিড়ি বেয়ে ঢলে পড়ে মায়োপিয়া
অথচ অগুন্তি অভুক্ত রাত্রির পেট ছিঁড়ে  সযত্নে আগলে রাখি ভালোবাসার বর্ণমালা!