ছিঁড়ে ফেলো অতীতের করা সকল পাপের অধ্যায়,
সময় থাকতে ফিরে আসো রবের ভালোবাসায়।

গুনাহ যদি করে থাকো, নেমে পড়ো সিজদায়,
জানো কি না, প্রভু ডাকেন কতো মায়ায়।

আঘাত পেলে মানুষ কাঁদে, কিন্তু রব কি চায়?
তুমি ফিরে এসো শুধু, ভুল গুলোকে জানিও বিদায়।

এই দুনিয়ায় ক্ষণিক বেলা , ফেরার এখন সময়,
তওবার করো বদলি আনো তোমার জীবনময় ।

কাল নয়, আজই সুযোগ — ফিরে এসো হৃদয়,
রবের পথে যে চলেছে, সেই রবে চিরসুখময়।

আখিরাতে চলার রসদ জোগাড় করো এখনই,
মৃত্যুর কখন ডাক আসে, বলে না সে কখনই।

চোখের জলেই ভাসুক আজ তওবার পবিত্র ধারা,
হারানো পথে ফিরে আসুক সবে, যারা পথ হারা ।

রাতের নীরব একাকী প্রহরে ডাকো আহ্বানে,
রহমতের দরজা খোলে যাবে,তোমার অন্তর কি জানে?

পাপ করেছে যে, সে তো মানুষ — ভাঙে, আবার গড়ে,
কিন্তু রব তো ক্ষমাশীল, ডাকলে ক্ষমা করে ।

নামাজে রাখো চোখের জল, কোরআনে রাখো মন,
এ পথে হেঁটেছে শত ওলি, নবী গাউস কুতুবগন ।

পেছনে যাক শত পাপ, সামনে আলো জ্বালো,
আল্লাহর প্রেমে জীবন হোক, পবিত্র, শান্ত, ভালো।

যে ডাকে ফেরে রবের পথে, সে-ই তো সফল জন,
তোমারও হবে সে রহমত — চাইলে আজই অনুনয় করো মন।

দুনিয়াটা ক্ষণিক শুধু, ফেরা জরুরি আজ,
তওবার ডাকে বদলে নাও অন্তরের সব সাজ।

মনে রেখো, একদিন আসবে মাটির ঘর
তা  হবে শুধু নিঃশব্দ তোমার নিজের কবর।

সেদিনই মূল্য পাবে আজকের এক ফোঁটা অশ্রু,
যা পড়েছে সেজদায়,  মন করে কাঁদা শ্রু।





"ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবীন" — নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। (সূরা বাকারা: ২২২)