যখন বলা কথাগুলো শূন্যে মিলায়,
হৃদয়ভাঙা শব্দ কেউ শুনে না আর তায়।
যখন চোখের জল শুধু নিজেকেই জানে,
চারপাশে ঠেকে শুধু সন্দেহের বাঁধনে।
যখন বারবার বোঝাতে গিয়ে ক্লান্ত প্রাণ,
শ্রোতা থাকে, কিন্তু শোনার নেই কোনো টান।
ভালোবাসার মানুষটাও যদি ভুল বোঝে একদিন,
তখনই বুকে জমে যায় হাজারটা হাহাকার বিনিময়হীন।
চুপ হয়ে যায় সে, যে একদিন ছিলো প্রাণবন্ত,
আজ তার হাসির পেছনে লুকানো কষ্ট অনন্ত।
কথা থাকলেও বলে না, ভয় পায় আঘাতের ঝড়ে,
নীরবতার আড়ালে বুকের ব্যথা চাপা পড়ে।
চুপ থাকা মানে না সে দুর্বল বা হার মানা,
বরং সে তো সাহসী, নীরবে কষ্টকে করেছে বরণা।
তাই যদি দেখো, কারো চোখে ব্যথার নদী বইছে,
বুঝে নিও, সে চুপ নয়— ভিতরটা কাঁদছে, শুধুই সইছে।
চুপ হয়ে যায় মানুষ, যা শব্দহীন এক লড়াই,
যখন কণ্ঠে থাকে বেদনা, বুঝা যায় শোনাই।
যখন হৃদয়ের গভীরে বাজে অভিমানের সুর,
ভরসার মানুষটাও তখন চলে যায় দূর।
চুপ হয়ে যায় সে, যে একসময় ছিল ভালো,
হাসির ফোয়ারা, প্রাণের সুর, সুখে ঝলকানো আলো।
কিন্তু একে একে হারায় বিশ্বাস, ভাঙে তার আকাশ,
মনের ভাষা বোঝে না কেউ, রয়ে যায় শুধু নিঃশব্দ আশ্বাস।
যখন "আছি পাশে" কথাগুলো শুধু কথাই থাকে,
কেউ আসলে পাশে থাকে না, চোখে মুখে শুধু ঢাকে।
যখন বারবার নিজের সত্যি বলতে গিয়ে হয় ক্লান্ত,
আর অবহেলার আঘাতে হৃদয় হয়ে ওঠে আক্রান্ত ।
তখন চুপ থাকা শেখে সে—
কারণ বলা মানে নতুন করে আহত হওয়া,
কারণ বোঝানোর মানে আরেকটা দৃষ্টিতে ছোট হয়ে যাওয়া।
চুপ থাকা হয় তখন নিজেকে বাঁচিয়ে রাখা,
নীরবতার চাদরে নিজের বেদনা গোপন রাখা।
চুপ হয়ে যায় মানুষ—
যে ভালোবাসা পায়নি, পেয়েছে প্রতারণা,
যে বিশ্বাস করেছিল, পেয়েছে অবহেলার যন্ত্রণা।
যে হাসতে চেয়েছিল, পেয়েছে কাঁটার পথ,
যার গল্প কেউ শোনেনি, সে গুমরে কেঁদেছে প্রতি রাত।
মানুষ চুপ হয়ে যায়—
যখন আত্মার গভীর গহ্বরে জমে ক্ষত,
যখন মনের কোলাহল নিঃশব্দ হয়ে ওঠে অনন্ত ।
যখন ব্যথার বোঝা নিয়ে দাঁড়ায় একা,
আর কারো ভালোবাসা হয় শুধু কথা, না থাকে দেখা।
তবে মনে রেখো—
এই চুপ থাকা মানে পরাজয় নয়,
এ এক যুদ্ধ, একাকীত্বের কঠিন এক খেলায় জয়।
কারণ কেউ চুপ হয় না এমনি করে,
তার ভিতরে তখন ঝড় ওঠে,
তুমি দেখতে পারো না তা বাইরে।
যদি তোমার চারপাশে কেউ হঠাৎ খুব চুপ হয়ে যায়,
তাকে জিজ্ঞেস করো না শুধু "কি হয়েছে?"
বরং পাশে বসে থেকো— নিঃশব্দে, নিঃস্বার্থে, নিঃশর্তে।
কারণ কিছু মানুষ চুপ হয়ে গেলেই
তাদের হৃদয়ের শব্দগুলো সবচেয়ে জোরে বাজে।
#nursphilosophy