ঘরের কোনে বসে থেকে জীবন গেলো ক্ষয়ে,
চলো বেড়োই, দিগন্তের রঙ লাগাই নিজ গায়ে ।
নতুন পথে পা রেখে খুলি জ্ঞানের দ্বার,
অজানাতে লুকিয়ে আছে শত গল্পের- সার।
পাহার ডাকে, নদী হাসে, সাগর গায় গান,
এসব দেখে চলি আমরা, জোড়াই প্রাণ ।
চাপের মাঝে ক্লান্ত মনে জমে যদি ভয়,
ভ্রমনে এসো, মুক্ত বাতাসে শান্ত করো হৃদয় ।
চলো বেড়োই স্নিগ্ধ ভোরের নতুন রোদে ভেসে,
দেখো, চেনা পথের অজানাটুকুও ডাকে হেসে হেসে ।
চেনা গন্ধ, চেনা মুখেও খুঁজে পাবে নতুনতা,
ভ্রমণ মানে কেবল পথ নয়—মনে জাগায় উন্মুক্ততা।