সূর্য হাসে, আলো ছড়ায়, ভোর নামে নরম ছায়ায়,
সকাল আসে, জীবন জাগে, রঙ মেশে ফুলের গায়।
চোখে যে দেখে স্বপ্ন রঙিন, হাতে রাখে ভবিষ্যৎ,
তারও রবে না গন্তব্য এই, একদিন হবে সমাপ্ত সব পথ।
অহংকার, দম্ভের প্রাচীর সব যাবে ধসে এক টানে,
মৃত্যু কোনো এক ভুল নয়, সে আসে তার নিজস্ব মানে।
প্রতিটি প্রাণ একদিন থেমে যাবে,
শ্বাসের ছন্দ মুছে যাবে নীরবে।
চিকিৎসক, বিজ্ঞানী, কবি বা নেতা,
কারো হাতে নেই সময়ের খাতা।
রাত পোহালেই ফুরিয়ে যেতে পারে,
সকাল না দেখার গল্পটা বলবো কি সবারে ?
জীবন নিভে যাবে হঠাৎ,
মাটির বুকে ফিরবে নিঃসঙ্গ রাত।
ধন-দৌলত, সুখ-সিঁড়ি যত,
কোনোটাই রবে না চিরন্তন সত্য।
তবু কেন এ মন ভোলা, মৃত্যু নিয়ে করে হেলাফেলা?
দ্বীন ভুলে দুনিয়ায় মগ্ন, পথ ভুলে এলোমেলো চলা।
আল্লাহ বলেন, "তোমরা তো জানো,
এই জীবন ক্ষণিক, আমি আছি অনন্ত মেনো ।"
এই জীবন তো ক্ষণিকের খেলা,
সত্যের পথে করো না হেলা।
তাওবার জলে ধুয়ে নাও মন,
আসবে যে মৃত্যু নির্ধারিত ক্ষণ।
যদি চাও শান্তির ঘর,
আখেরাতে পাবে জান্নাতের পর।
আজই ফিরে এসো তুমি,
পাপের পথে করো না গুমি।
একটি জানাজা, একখণ্ড কবর, এক মুঠো মাটি,
তারপর শুরু হবে চিরজীবন, কেমন হবে তোমার ঘাঁটি?
চোখ হয়ে যাবে চির বন্ধ, জিহ্বা থামে চুপচাপ,
সেইখানেই হবে হিসাব, কে করেছিল কোন সওয়াব?
চোখ যে ছিল ভরা আলোয়, আজ তা হয় বন্ধ,
জিহ্বা হয় নীরব চিরতরে, মুখ পড়ে নিথর নেই আনন্দ।
সেইখানে হিসেব হবে, করেছো কি কি নাটক,
নামাজ, রোজা,হজ্জ, যাকাত — কী রেখেছো তোমার স্টক ?
জীবনে সময় থাকতেই ফিরে এসো, করো না দেরি,
এ আয়াতের গভীর তেরি।
হিসাব হবে, পাল্লা হবে, আমলনামা হবে খোলা,
তোমার সৎকাজ যদি ভারি হয়, তবে হবে উত্তম বেলা।
আর যদি হয় গুনাহর পাহাড়, ক্ষমা কি চাইবে না প্রাণ?
আল্লাহ রহীম, ডাকো ফিরে, বলো “আমি গোনাহগার হে দয়াময় মহান!”
জীবন এক পরীক্ষা, মৃত্যু তার পাস নম্বর,
চেষ্টা করো, ইবাদতের পথে আসুক তোমার অন্তর।
এই দুনিয়া শুধুই এক পরীক্ষা,
শেষ ঘন্টায় হবে এক নিরীক্ষা।
তখন জিজ্ঞেস হবে – কী এনেছো সাথে?
কাজ, করুণা, নাকি শুধুই শূন্য হাতে?
তোমার সৎকাজ যদি হয় ভারি, পাবে জান্নাতের ঠিকানা,
আর যদি হয় গুনাহর পাহাড়— তবে কে রক্ষা করবে, জানা?
তাই আজ জেগে উঠো অন্তরে,
তাওবার আলো জ্বালো হৃদয় ডোরে।
পথটা এখনো খোলা আছে বহু ,
মৃত্যুর আগেই ফিরে পবিত্র করো রুহু।
আল্লাহ রহীম, দয়ালু মহান,
ডাকো তাঁকে, কেঁদে বলো প্রাণ,
"আমি গোনাহগার, পথভ্রষ্ট জন,
তোমার দরজাতেই চাই আশ্রয় মন।"