সবার সাথে হেসে মিশলাম, মনটা দিলাম খুলে,
ভাবলাম বুঝি হৃদয় দিয়ে থাকবে সবাই  মিলে।
শব্দহীন সেই বিশ্বাসে, গড়েছি আমি ঘর,
তাদের চোখে দেখলাম, লুকানো কুটিল পর।

চোখে চোখে বলেছি কথা, শ্রদ্ধা রেখেছি চরণে,
ভাবিনি কেউ রাখবে বুকে, কাঁটা গাঁথা পিছনে।
যখন এলো আঁধার সন্ধ্যা, চুপটি করে চাইলাম পাশে,
দেখি শুধু ছায়া গায়েব, ভিড় টা শুধু বাঁশের আঁশে।

আপন ভেবে যাদের পেছনে নিঃশেষ করেছি প্রহর,
তাদের মুখে শুনি শুধু, অবহেলার কড়কড়।
তবু কি থামবে হৃদয় আমার? ভাঙ্গবে কি মন?
নয়তো গড়বো নতুন ভোরে, একক বিশ্বাসের বন।

ধোঁকা, ব্যথা, অভিমান—সবই আজ চেনা,
তবু প্রাণটা স্বপ্ন দেখে, একদিন হবে সব জানা ।
পাওয়া না পাওয়ার এক গান আছে, বাজে নীরব সুরে,
সেই সুরে আজ গাঁথছি নিজেকে, সত্যের নতুন ডুরে।

আর নয় ফাঁকি, আর নয় ক্ষতি, সময় দিয়েছে শিক্ষা,
কে দিয়েছে ছল, কে রেখেছে দল, কে করেছে শুধু ভিক্ষা।
এখন আমি নিজেই আলো, আঁধারে নেই ভয়,
নিজের পথেই চলবো আমি, কারো ছাড়াই জয়।

চেয়ে থাকবো না আর কারো দিকে, করুণা চাওয়ার ছলে,
নিজের দাম আজ জেনে গেছি, ভাঙা-গড়ার এ খেলে।
হার জানিনি, মানবো না আর, যতই আসুক কাঁটা,
ছায়া ধরে নয়, এবার আমি নিজেই হবো আটা ।